বছরের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র—ছাত্রীদের হাতে পাঠক্রম তুলে দেয়া হয়। পাঠ্যক্রম প্রতিটি পার্বিক পরীক্ষার জন্য পাঠ—ব্যাপ্তি, পরীক্ষার প্রশ্নের ধরণ, মানবন্টন ইত্যাদি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। পাঠদান প্রক্রিয়াও সেই মোতাবেক চলতে থাকে। এক্ষেত্রে পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের সা¤প্রতিককালে প্রবর্তিত শিক্ষা পদ্ধতি অনুসারে পাঠ্য পুস্তকের পাঠ সমাপ্তির বিষয়টিকে গৌণ করে পাঠ্য বিষয়ের উপর শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা অর্জনের বিষয়টির উপর সর্বোচ্চ প্রাধান্য দেয়া হয়। এই উদ্দেশ্যে অধিত বিষয়ের উপর শি্ক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতার মান যাচাই করার লক্ষ্যে প্রতিটি অধ্যায়/অনুশীলনী/পাঠ/পরিচ্ছেদ—এর উপর এক বা একাধিক Follow-up-class অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাসে পাঠদান করা হয়।