At a Glance Our Institute
প্রিয় অভিভাবক/অভিভাবিকা, আপনি চান, আপনার সন্তান সকল কলুষতাকে তুচ্ছ করে মানুষ হিসেবে মাথা উঁচু করে বেড়ে উঠুক। আপনি স্বপ্ন দেখেন, আপনার সন্তান মানবিক গুণাবলীতে গুণান্বিত হয়ে জ্ঞানে, আদর্শে, দক্ষতায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠুক। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল কতৃর্পক্ষও আপনার স্বপ্নভরা প্রত্যাশার বাস্তবায়ন দেখতে চায়। এ বিদ্যালয়ের প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা চেতনার লক্ষ্যই হচ্ছে আপনার সন্তানকে একজন প্রকৃত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। অতএব, আসুন বিদ্যালয়ের নীতিমালা ও কর্মপ্রবাহের সাথে একাত্ম হয়ে সকলের মিলিত প্রচেষ্টায় অগ্রসর হই এবং এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের একটি অন্যতম শীর্ষপ্রতিষ্ঠানে পরিণত করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশু—কিশোর কুঁড়িরা ফুল হয়ে ফুটবেই, সবার মুখে হাসি ফুটবেই— আমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবেই ইন্শাল্লাহ।সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আমাদের। আমাদের প্রতি আস্থা রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন। মোহাম্মদ শহীদ উল্লাহ্ প্রধান শিক্ষক