ঢাকা মহানগরীর অন্যতম জনবহুল আবাসভূমি পল্লবী একটি সুপরিকল্পিত অভিজাত এলাকা। বন্যামুক্ত আবাসিক এলাকা হিসাবে পল্লবী রাজধানী ঢাকার সর্বাপেক্ষা সুবিধাপ্রাপ্ত এলাকাগুলোর অন্যতম। সমাজের রুচিশীল, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত বিপুল সংখ্যক মানুষ পল্লবীতে বাস করছেন। অত্র এলাকায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থাকবে এটা সবার প্রত্যাশা। তৎকালীন পুলিশের এআইজি বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল করিম এবং ঢাকা—১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র পিতা মরহুম হারুনুর রশিদ মোল্লাহ্ এম.পি মহতী উদ্যোগ গ্রহণ করে ১৯৭৮ সালে পল্লবী মডেল জুনিয়র স্কুল প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁরা অমূল্য অবদান রেখেছেন, তাদের মধ্যে সর্ব জনাব ইসমাইল সরকার, গোলাম মহিউদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, এম.এ.বাশার, এরশাদ উল্লাহ, আহমদ আলী সরদার, আব্দুল আহাদ, জামশেদ আলী, আঃ রাজ্জাক প্রমুখ।
পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের কর্ম—পদ্ধতি দেশের অন্য সকল সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মত হলেও কিছু পরিবর্তন ও নবযোজনা বিদ্যালয়ের কর্মক্ষেত্রে লক্ষ্যনীয় বৈশিষ্ট্য দান করেছে। বাংলাদেশ টেক্স্ট বুক বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতি অনুসরণে মাধ্যমিক
স্তরে বিদ্যালয়ের নিজস্ব শিক্ষাক্রম ও পদ্ধতি অনুসৃত হয়ে থাকে।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় দু’টি শাখায়। প্রভাতী শাখায় নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ছেলে—মেয়ে এবং তৃতীয় শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত প্রভাতী শাখায় মেয়ে এবং দিবা শাখায় শুধুমাত্র ছেলেদের পাঠদান করা হয়।